নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় ‘মশার কয়েল থেকে সৃষ্ট’ আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন।
আজ (১৯ ডিসেম্বর) ভোরের দিকে এই আগুন লাগে।
আগুনে দগ্ধ হওয়া নয়জন হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৪০), তার স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০), মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)।
তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বাড়ির মালিকের ছেলে জুবায়ের বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার পর আমরা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করি। পরে, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিভিয়ে দেন।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুল আল আরেফিন আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, “আমরা ধারণা করছি, মশার কয়েল থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে।”
Comments