টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। সেসময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুরও করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, লাঠিসোটা হাতে ৫০ থেকে ৬০ দুর্বৃত্ত গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চাউনা বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালায়।
আহত পুলিশ সদস্যদের রাত ২টার দিকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে যোগ করেন তিনি।
আহতদের মধ্যে সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী এবং কনস্টেবল শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজন- উপ-পরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র সরকার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিনকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর বড়চাউনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও জানান, উপ-পরিদর্শক আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি সেই এলাকায় টহল দেওয়ার সময় দুর্বৃত্তরা এই হামলা চালায়।
খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং ১৯টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি দাবি করেন, কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম সরকারের সমর্থকরা এই হামলা চালিয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে অপমান করা সংক্রান্ত এক মামলায় হালিম প্রধান অভিযুক্ত বলে যোগ করেন ওসি।
Comments