শেখ হাসিনা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না: কাদের
প্রত্যেক পরিবারে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তা আবার নির্বাচিত হলে পূরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা এই নেতা প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, ‘তিনি যা বলেন তা করেন। তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।’
আজ বুধবার ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে তার এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের তফসিলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন করে চাকরি দেওয়া হবে।
‘২০২১ সালের পর কোনো মানুষ গৃহহীন থাকবে না। কোনো বাড়ি বিদ্যুৎহীন থাকবে না।’
মওদুদ আহমদকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাকে কেউ বাধা দিচ্ছে না। …মওদুদ আহমদ ঘরে বসে ফেসবুকে কান্নাকাটি করছে তাকে কোথায়ও যেতে দিচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে কথাটা সত্য নয়।’
২২ বছর ক্ষমতায় থাকার পরও মওদুদ এলাকার উন্নয়ন করেননি অভিযোগ করে তিনি বলেন, মানুষ উন্নয়ন ও কাজ চায়। কান্নাকাটি করে কখনো ভোট পাওয়া যায় না। তিনি একটি বাড়িতেও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি। মানুষের মাঝে খাম্বা ছাড়া তারা কিছুই দিতে পারেনি।
Comments