গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বীর মৃত্যু

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
Gaibandha-3 Fazle Rabbi
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

গতকাল (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ড. ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

প্রবীণ এই রাজনীতিক স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ আত্মীয় ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা গ্রামে জন্ম ফজলে রাব্বী চৌধুরীর। গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির হয়ে ছয় বার (১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে) সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, “ফজলে রাব্বী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় নির্বাচনী প্রচারণাও চালাতে পারছিলেন না তিনি। কয়েকদিন আগে তিনি ঢাকায় নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।”

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago