দেশে নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে: সিইসি

CEC
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। স্টার ফাইল ছবি

সারাদেশে নির্বাচনের সুবাতাস বইছে। নির্বাচনের জন্য একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ফলাফল প্রেরণের পদ্ধতি নিয়ে ডাটা এন্ট্রি অপারেটরদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

সিইসি বলেন, “মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে।” একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে বলেও অনুরোধ জানান তিনি।

সারাদেশ থেকে আগত নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “ফলাফল তৈরির সময় ভুল-ত্রুটি যেনো না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন, সঠিকভাবে দায়িত্বপালন করবেন।”

সিইসি এ সময় প্রত্যেককে মাঠ-পর্যায়ে নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানোরও আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

48m ago