ব্যাংকে বছরের শেষ কার্যদিবস ২৭ ডিসেম্বর

এ বছরের শেষ চারদিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। সাপ্তাহিক দুই দিন ছুটি, নির্বাচনের দিন সাধারণ ছুটি ও বছরের শেষ দিন ব্যাংক হলিডে মিলিয়ে ২৮ ডিসেম্বর থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক।
bangladesh bank logo

এ বছরের শেষ চারদিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। সাপ্তাহিক দুই দিন ছুটি, নির্বাচনের দিন সাধারণ ছুটি ও বছরের শেষ দিন ব্যাংক হলিডে মিলিয়ে ২৮ ডিসেম্বর থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক হিসাব চূড়ান্ত করবে।

এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ও বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

5h ago