যে কারণে মুরিওকে দলে টেনেছে বার্সেলোনা

পছন্দের তালিকায় ছিল সাত জন ডিফেন্ডার। যেখানে জেইসন মুরিওর নামটা ছিল শেষের দিকেই। কিন্তু শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়া থেকে এ কলম্বিয়ান ডিফেন্ডারকেই ধারে আনে বার্সেলোনা। বেশ কিছু কারণেই এ খেলোয়াড়কে দলে টেনেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তার প্রধান চারটি কারণ তুলে ধরা হলো-

পছন্দের তালিকায় ছিল সাত জন ডিফেন্ডার। যেখানে জেইসন মুরিওর নামটা ছিল শেষের দিকেই। কিন্তু শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়া থেকে এ কলম্বিয়ান ডিফেন্ডারকেই ধারে আনে বার্সেলোনা। বেশ কিছু কারণেই এ খেলোয়াড়কে দলে টেনেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তার প্রধান চারটি কারণ তুলে ধরা হলো-

দ্রুত খাপ খাওয়াতে পারবেন

অনেক বছর ধরেই স্পেনে খেলছেন মুরিও। মাঝে ইন্টার মিলানের দুই মৌসুম বাদ দিলে পুরো ক্যারিয়ারই কাটে স্পেনে। গ্রানাডা, কাডিজ ও লাস পালমাসে খেলার পর বর্তমানে ভ্যালন্সিয়ায় ছিলেন তিনি। তাই স্পেনের খেলার ধরণ সম্পর্কে ভালোই জানেন এ কলম্বিয়ান।

নন-ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন না

স্পেন ফুটবলের নিয়ম অনুযায়ী এক সঙ্গে তিন জনের বেশি ইউরোপের বাইরের খেলোয়াড় স্কোয়াডে থাকতে পারবে না। যে কারণে ইয়েরি মিনার মতো ডিফেন্ডারকে ফিরিয়ে আনতে পারেনি তারা। আর মুরিওর স্পেনের নাগরিকত্ব সনদ রয়েছে।

সাশ্রয়ী মূল্যের চুক্তি

মূলত স্যামুয়েল উমতিতি ও থমাস ভারমালেনের ইনজুরির কারণেই একজন ডিফেন্ডারের দরকার হয়ে পরে বার্সেলোনার। উমতিতিকে চলতি মৌসুমে ফিরে পাওয়ার সম্ভাবনা কম থাকলেও চার সপ্তাহ পরেই ভারমালেনকে পাবে তারা। তাই একজন ডিফেন্ডারের জন্য খুব বেশি খরচ করতে চায়নি দলটি।

তরুণ কিন্তু অভিজ্ঞ

২৬ বছর বয়সী মুরিও এর মধ্যেই ইউরোপের দুটি বৃহৎ ক্লাবে খেলেছেন। ইন্টার মিলান ও ভ্যালেন্সিয়ার মতো দলে খেলার অভিজ্ঞতাটাই তাকে এগিয়ে রেখেছে। বিশেষ করে ইতালিয়ান ক্লাবগুলোতে ডিফেন্ডারদেরই প্রাধান্য দেওয়া হয়। এটাও বাড়তি গুরুত্ব পেয়েছে।

আগের দিন ছয় মাসের জন্য ভ্যালেন্সিয়া থেকে ২০ লাখ ইউরো খরচ করে মুরিওকে নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে তাকে পাকাপাকিভাবে রেখে দেওয়ারও সুযোগ রয়েছে। তার জন্য ২ কোটি ৫০ লাখ ইউরো গুনতে হবে  ক্লাবটিকে।

Comments