বিরোধীদের উপর হামলায় জাতিসংঘের উদ্বেগ
জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানিয়েছেন যে বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের খবরে তারা বেশ উদ্বিগ্ন।
আজ (২২ ডিসেম্বর) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে ডুজারিক বলেন, “অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচনের ব্যাপারটি নিশ্চিত করার জন্য আমরা এর অংশীজনদের আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা বাহিনীর কাজ হলো সব প্রার্থীর জন্য অবাধ ও নিরঙ্কুশ প্রচারণা নিশ্চিত করা।”
বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরও আহ্বান জানান তিনি।
এক্ষেত্রে নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের যথাযথভাবে দায়িত্বপালন করা উচিত বলেও মন্তব্য করেন গুতেরেসের মুখপাত্র।
আরও পড়ুন:
‘বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ’
Comments