সিলেটে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে আজ (২২ ডিসেম্বর) সকালে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাব উদ্দিনের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে সিলেটে হজরত শাহজালাল (রা.), হজরত শাহপরান (রা.) ও হজরত গাজী বোরহানুদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের সমাবেশে সিলেট অঞ্চলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৮জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন শেখ হাসিনা।
Comments