পঞ্চগড়ে বন কর্মকর্তাদের সামনেই পিটিয়ে মারা হলো চিতাবাঘ
পঞ্চগড়ের বোদা উপজেলায় গ্রামবাসীর হাতে একটি চিতাবাঘ মারা পড়েছে। আজ শনিবার সন্ধ্যায় পুলিশ ও বন কর্মকর্তাদের সামনেই পথরাজ নদীর তীরে চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়। পরে বাঁশে বেঁধে বন্যপ্রাণীটিকে তুলে প্রদর্শনীও করা হয়।
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১১টার দিকে বসুনিয়াপাড়া গ্রামে একটি খালের পাশে চিতাবাঘটি আশ্রয় নেয়। চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে কয়েক হাজার গ্রামবাসী এটিকে ঘিরে ফেলে। দুপুরের দিকে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বনবিভাগের কর্মকর্তাদের খবর জানানো হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল থেকে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে থাকার জন্যও বলা হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঘিরে রাখার পর এটি বেরিয়ে এলে স্থানীয় লোকজন ভয় পেয়ে চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করে।
গ্রামবাসীর ধারণা, সীমান্ত পার হয়ে চিতাবাঘটি বাংলাদেশে এসে ঢুকেছিল।
রাতে চিতাবাঘটির মরদেহ থানায় এনে স্থানীয় বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একজন বন কর্মকর্তা জানান, চিতাবাঘটি দৈর্ঘে ৫০ ইঞ্চি, উচ্চতায় ২৮ ইঞ্চি।
Comments