ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৮

ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপে সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৮ তে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭৪৫ জন।
Tsunami in Indonesia
২২ ডিসেম্বর ২০১৮, ইন্দোনেশিয়ার একটি মসজিদে আশ্রয় নিয়েছেন সুনামি আক্রান্তরা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপে সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১৬৮ তে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ৭৪৫ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র আজ (২৩ ডিসেম্বর) এ কথা জানান।

কর্মকর্তারা বলেন, ক্রাকাতাউ অগ্নিগিরিতে লাভা উদগীরণের ফলে সাগরে ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে সুনামির ঘটনা ঘটে।

তারা জানান, গতকাল গভীর রাতে সুন্দা প্রণালীতে সুনামি আঘাত করে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৬০০ জন আহত হন।

টেলিভিশনে দেখা যায় রাস্তাঘাট ধ্বংসস্তূপের ঢাকা পড়ে আছে, গাড়ি উল্টে রয়েছে এবং গাছপালা উপড়ে গেছে। খোলা মঞ্চে স্থানীয় একটি রক ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় সুনামি আঘাত করলে গায়কের পানিতে ভেসে যান। অন্তত নয়জন শিল্পী মারা গেছেন এবং বাকিরা নিখোঁজ রয়েছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ব্যক্তি এবং পর্যটকদের সুন্দার সৈকতের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের প্রধান রহমত ট্রিয়োনো বলেন, “দয়া করে সুন্দা প্রণালীর কাছাকাছি যাবেন না। যাদেরকে সেই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাদের আবারও সেখানে যেতে নিষেধ করা হচ্ছে।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে উপকূলবর্তী ১৩টি দেশে অন্তত দুই লাখ ২৬ হাজার মানুষ নিহত হন। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই এক লাখ ২০ হাজার মানুষ মারা যান।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

51m ago