কুমিল্লায় আওয়ামী লীগের সমাবেশে ককটেল হামলায় আহত ৫
কুমিল্লার চান্দিনা উপজেলায় গতকাল (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের এক নির্বাচনী প্রচারণা সমাবেশে দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দলটির অন্তত পাঁচজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন মাধাইয়া ইউনিয়নের ইব্রাহিম (১৮), ওজায়ের (২২), কাদের (৩৫), রুহুল আমীন (৪০) এবং মোসলেম (৬০)।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে আমাদের জেলা সংবাদদাতা জানান, উপজেলার মাধাইয়া নামক এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফের প্রচারণা সমাবেশকে লক্ষ্য করে এই হামলা করা হয়।
চান্দিনা উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক আব্দুল হালিম বলেন, “১০-১৫ জনের একটি দল তিনটি মাইক্রোবাসে করে সমাবেশের সামনে এসে দুটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।”
তিনি অভিযোগ করেন, “পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা ধানের শীষের স্লোগান দেয়।”
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মিয়া বলেন, “আমরা আলামত সংগ্রহ করেছি এবং ঘটনাস্থল থেকে আরও নয়টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করেছি।”
এক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী রেদওয়ান আহমেদের সমর্থকদের দায়ী করেছেন কুমিল্লা উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু।
Comments