‘তারা জামায়াতের প্রার্থী নন’
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল (২২ ডিসেম্বর) বলেন যে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক চিঠিতে জামায়াত নেতাদের প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “তারা বিএনপি’র প্রার্থী। তারা বিএনপি’র প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা জামায়াত থেকে মনোনীত নন।”
চিঠি দেওয়ার সময় নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপি’র প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে দাবি জানায়, যে যেসব আসনে বিএনপি নেতাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে সেগুলোতে হয় দলের বিকল্প প্রার্থী দেওয়ার সুযোগ দিতে হবে নয়তো সেসব আসনে নির্বাচনের তারিখ পুনর্নিধারণ করতে হবে।
সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন কমিশন বিএনপি’র প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেছে। যদি তেমন কিছু হতো তাহলে কমিশন তাদের প্রার্থিতা বাতিল করে দিতো। বরং কমিশন তাদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে।”
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসার ব্যাপারে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য।
Comments