মাঠ ছেড়ে দিলাম: লতিফ সিদ্দিকী
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী।
আজ (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে দেওয়া এক চিঠিতে লতিফ সিদ্দিকী বলেন, “আপনার (সিইসি) নেতৃত্ব ও পরিচালনায় নির্বাচনী মাঠ এতই সমতল হয়েছে যে তাতে বারবার আমি পুলিশের পদপিষ্ট হয়েছি এবং মাদকসন্ত্রাসী ও বালু লুণ্ঠকদের লাঠির আঘাতে নিগৃহীত হয়েছি।”
“এমতাবস্থায়, আমার মতো কাপুরুষের মনোবল ভেঙ্গে গিয়েছে। আমি মাঠে থাকতে আর ইচ্ছুক নই। আমি জানি নির্বাচন চলা অবস্থায় প্রার্থিতা প্রত্যাহার করা হয় না। তাই আপনার অবগতির জন্য এবং ভবিষ্যতে আমার কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব দাবি না করেন সেজন্য জানাচ্ছি যে আমি আপন ইচ্ছায় মাঠ ছেড়ে দিলাম।”
Comments