‘সিইসি-কে বলেছি আপনি ব্যর্থ’
আসন্ন একাদশ নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেওয়ার পর আজ (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন যে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে বলেছেন যে তিনি নির্বাচন পরিচালনায় ব্যর্থ হয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, “চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছি। কিছুই চাইনি। আমি কিছু চাওয়ার লোক না। আমি বলে আসলাম, আপনি যে পরিচালনাটা করছেন। এই পরিচালনায় আপনি ব্যর্থ। এই পরিচালনায় নির্বাচন হতে পারে না। তাই আমি মাঠ ছেড়ে দাঁড়ালাম।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনতো আর প্রত্যাহারের সুযোগ নেই। তাই আমি সরে দাঁড়ালাম। আমি নিরীহ মানুষকে আহত, নিহত হবার সুযোগ কেনো করে দেবো? যারা আহত-নিহত হবে তাদের দায় আমাকে নিতে হবে। আমি সেই দায় নেবো না। আমি এতো বড় বীরপুরুষ হতে চাই না। এটা স্বাধীনতা যুদ্ধ না যে, মুখোমুখি লড়াই করবো। যার সাথে লড়াই করবো সে আমারই কর্মী কিংবা কর্মীর সন্তান। আমি কেনো যাবো এই ধরণের হানাহানিতে?”
তিনি বলেন, “আমি তাকে বলে দিয়ে আসলাম আপনি স্বীকার করুন আর না করুন- আপনি ব্যর্থ।”
আরও পড়ুন:
Comments