চির শয্যায় আমজাদ হোসেন
জামালপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন পরিচালক, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।
আজ (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জামালপুর হাইস্কুল মাঠে জানাজা নামাজ শেষে পৌর গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে।
আমজাদ হোসেনে জানাজায় অংশ নেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জামালপুরের সর্বস্তরের মানুষ।
এর আগে গতরাত ১০টার দিকে ঢাকা থেকে এই গুণি নির্মাতার লাশ নিয়ে আসা হয় জামালপুর শহরের ইকবালপুরে। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। এর আগে ১৮ নভেম্বর স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি
Comments