‘সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায় তরুণ সমাজ’
কেমন নির্বাচন প্রত্যাশা করছে তরুণ সমাজ?- এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জাহিদ বলেন, “আমরা অবশ্যই চাইবো নির্বাচনটি সুষ্ঠু হোক। এর সঙ্গে চাইবো ভোট দেওয়ার পরিবেশ।” তার মতে, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায় তরুণ সমাজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “পাঁচ বছরে কেবল একবার ভোট দিয়ে আমার মত প্রকাশ করছি। সে জায়গাটিও যদি সংকুচিত হয়ে যায় বা ভোটটি যদি সুষ্ঠুভাবে না দিতে পারি তাহলে তো অনেক হতাশা তৈরি হবে।”
আসন্ন জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনীতি, ঘটনা-দুর্ঘটনা ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজন নির্বাচন সংলাপ ২০১৮ অনুষ্ঠানে আজ (২৪ ডিসেম্বর) উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী সুমাইয়া জাহিদ এবং সাইফুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন দ্য ডেইলি স্টারের প্ল্যানিং এডিটর শাখাওয়াত লিটন।
এবারের নির্বাচনে প্রায় আড়াই কোটি তরুণ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। তাদেরকে আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো দিয়েছে বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা নিয়ে বলা হয়েছে নানা কথা। এছাড়াও, নির্বাচন কমিশনের এক বিজ্ঞাপনেও তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বড় দলগুলোর ইশতেহারে তরুণদেরকে দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে সুমাইয়া বলেন, গতবারেও তো ইশতেহারে তরুণদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিলো। এখন সেই দল ক্ষমতায় রয়েছে। কিন্তু, তারা কি আসলেই বেকারত্ব দূর করতে পেরেছে?
তরুণ সমাজ কি রাজনীতি বিমুখ?- এমন প্রশ্নের জবাবে সাইফুল বলেন, তরুণ সমাজ যদি রাজনীতি বিমুখ হয়ে থাকে তাহলে বুঝতে হবে রাজনীতিবিদরা রাজনীতিকে এমনভাবে তুলে ধরছেন যে তরুণ সমাজ বিমুখ হতে বাধ্য হচ্ছে।
নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকারের কাছে সুমাইয়ার প্রত্যাশা: শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। এমনকি, শিক্ষাক্ষেত্রে প্রশ্ন ফাঁসের পাশাপাশি চাকরিক্ষেত্রেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। তাই চাকরিক্ষেত্রেও সংস্কারের প্রয়োজন। বেকারত্বের হার কমাতে হবে।
এ বিষয়ে সাইফুল বলেন, চাকরির নতুন নতুন ক্ষেত্রে সৃষ্টি করতে হবে। ঢাকার বাইরে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। একজন স্বাধীন মানুষ হিসেবে চাই মত প্রকাশের স্বাধীনতা। সাধারণ নাগরিক হিসেবে আমাদের মত প্রকাশের সাংবিধানিক অধিকার রয়েছে। আমি সেই অধিকার প্রয়োগ করার নিশ্চয়তা চাই।
একজন প্রথমবারের ভোটারদের কাছে আরেকজন প্রথমবারের ভোটার হিসেবে সুমাইয়ার বার্তা- সঠিক মানুষকে যেনো ভোটটি দেওয়া হয়।
এ বিষয়ে সাইফুলের বার্তা: ভোটটি যেনো সঠিকভাবে দেওয়া হয়।
Comments