সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় আর নেই
সংগীত মহাকাশের বড় এক নক্ষত্রের পতন। চলে গেলেন, দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন ৯১ বছরের এই প্রবীণ শিল্পী।
সোমবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার সল্টলেকে নিজের বাড়িতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছিলেন শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দেড় হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া বাংলা সংগীত ভুবনের অসামান্য এক শিল্পী। প্রায় এক হাজারের বেশি রবীন্দ্রসংগীতও গেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়।
প্রয়াত এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ শিল্পী- সংগীত জগতের বহু বিশিষ্টরা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দ্বিজেন মুখোপাধ্যায় একজন মহিরুহ। অপার গুণী মানুষ। তার মৃত্যু বাংলা সংগীতের বড় নক্ষত্রের পতন ছাড়া কিছু নয়। গান স্যালুট সম্মানে প্রয়াতের শেষকৃত্যুানুষ্ঠান করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
দ্বিজেন মুখোপাধ্যায় কয়েকমাস ধরে বেশ অসুস্থ ছিলেন। ফুসফুসে সংক্রমণ ছিল তার। কলকাতার পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন দুই সপ্তাহ আগেও।
দ্বিজেন মুখোপাধ্যায় রাজ্য সরকারের সম্মাননা পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন ২০১০ সালে। পাশাপাশি ২০১১সালে বঙ্গবিভূষণ সম্মানও পেয়েছেন।
Comments