হামলার শিকার ৭ প্রার্থী
সারাদেশে নির্বাচনী সহিংসতায় গতকাল (২৪ ডিসেম্বর) ‘ধানের শীষের’ সাত প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। এসময় সংঘর্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি’র অন্তত ১৩০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতারা জানান, নোয়াখালী-৫ আসনে বিএনপি’র প্রার্থী মওদুদ আহমেদ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নূরুদ্দীন অপু, লক্ষ্মীপুর-৩ আসনের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, নাটোর-২ আসনের সাবিনা ইয়াসমিন ছবি, শেরপুর-১ আসনের সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা এবং নারায়ণগঞ্জ-৪ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী মনির হোসেনের ওপর হামলা করা হয়েছে।
এসব হামলার জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে।
Comments