কাবুলে সন্ত্রাসী হামলায় নিহত ৪৩
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি ভবনে হামলা চালিয়ে অন্তত ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে কোনো জঙ্গি গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, গতকাল (২৪ ডিসেম্বর) গণপূর্ত ভবনসহ কয়েকটি সরকারি কার্যালয়ে কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলি এবং আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
বলা হয়, বন্দুকধারীরা দুপুরে সরকারি ভবনগুলোর প্রবেশপথে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এর ফলে কয়েকশ কর্মকর্তা-কর্মচারী ভবনগুলোর ভেতর আটকা পড়ে যায়। এরপর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে আক্রমণকারীদের বন্দুকযুদ্ধ শুরু হয়।
নিহতদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি। এই সংঘর্ষে আত্মঘাতী ব্যক্তিসহ চার জঙ্গিও নিহত হয়েছেন।
Comments