সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রচারণায় পেট্রল বোমা হামলায় আহত ৪
চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারণায় পেট্রল বোমা হামলায় তাদের চার জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (২৫ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড এলাকায় বিএনপির লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার আহতদের পরিচয় জানিয়েছেন। তারা হলেন- মোহাম্মদ আবু সালেহ সামসুদ্দিন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রায়হান এবং তায়েব উদ্দিন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম চট্টগ্রাম নগরীর জাহানাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সকাল ১১টার দিকে তাদের লক্ষ্য করে বিএনপির লোকজন এক থেকে দুইটি পেট্রল বোমা ছুঁড়ে মারে।”
এতে আওয়ামী লীগের তিন সমর্থক সামান্য দগ্ধ এবং অপর এক জন শরীরে আঘাত পেয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে, এ ঘটনায় দলের কেউ জড়িত নয় বলে আওয়ামী লীগের অভিযোগকে অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী ইসহাক কাদের চৌধুরী।
Comments