ভোটাররা মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না: কবিতা খানম

ভোটাররা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, অনেক সময় ভোটাররা ভোট দেওয়ার ছবি তুলে প্রার্থীকে প্রদর্শন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বার্তা ছড়ায়।
নির্বাচন কমিশনার কবিতা খানম

ভোটাররা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, অনেক সময় ভোটাররা ভোট দেওয়ার ছবি তুলে প্রার্থীকে প্রদর্শন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বার্তা ছড়ায়।

আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের কে.কে.গভঃ ইনস্টিটিউশনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কবিতা খানম এই কথা বলেন।

তিনি আরও বলেন, একটি কেন্দ্রের সব শৃঙ্খলা নির্ভর করে প্রিজাইডিং অফিসারের ওপর। যেসব কেন্দ্রে ভোট বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে সেখানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন যে ভোট গ্রহণ হবে কি না। কমিশন এই ব্যাপারে কোন হস্তক্ষেপ করবে না।

প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকের যেই নীতিমালা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে তা ভালোভাবে আয়ত্ত করবেন। ভোটকেন্দ্রে কেউ বেআইনি কর্মকাণ্ড চালালে তা সাংবাদিকদের নজরে আনবেন।

ভোটকেন্দ্রের কর্মকর্তাদের উদ্দেশে কবিতা বলেন, পয়সা খেলাম না, এটি কোন সততা না। আইন মেনে চলা, অর্পিত দায়িত্ব পালন করেছি কিনা এটিও সততার মধ্যে। আপনি সৎ থাকলে কেউ অবৈধ আবদারের সাহস পাবে না। এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। অনেক ধরণের সমস্যা হতে পারে, আমি ভয় দেখাচ্ছি না।

তিনি আরও বলেন, ভোটের সময় দুটি আদালত কাজ করবে; একটি মোবাইল কোর্ট যা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালনা করবে আর একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচালনা করবে। এই দুই আদালত তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত দিবে।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago