৮ কোটি টাকা নগদ, ১০ কোটির চেকসহ গ্রেপ্তার ৩
‘সহিংসতায় উস্কানি ও নির্বাচনে প্রভাব বিস্তার’ করার জন্য টাকা বিতরণের সময় ঢাকার মতিঝিল থেকে তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র্যাব)।
আটককৃতরা হলেন, আমেনা এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলমগীর হোসেন ও ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার। র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে টাকাসহ এদের আটক করার কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আটককৃতদের কাছ থেকে নগদ ৮ কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও আরও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। নির্বাচনকে প্রভাবিত করতে ও সহিংসতা উস্কে দিতে বিভিন্ন নির্বাচনী এলাকায় তারা দেড় কোটি টাকা বিতরণ করেছেন।
তিনি আরও দাবি করেন, আমেনা এন্টারপ্রাইজের যে দুজনকে তারা গ্রেপ্তার করেছেন তারা ইউনাইটেড করপোরেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তৃতীয় জনের সঙ্গে হাওয়া ভবনের যোগসূত্র ছিল।
Comments