ড. কামালের চেম্বারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা
রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে যান পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ (২৬ ডিসেম্বর) ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম দ্য ডেইলি স্টারকে বলেন, মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা বেলা ১২টা ১০ মিনিটের দিকে ড. কামালের চেম্বারে আসেন।
আমাদের সংবাদদাতা জানান, কর্মকর্তাদের মধ্যে ছিলেন মতিঝিল জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেন।
ড. কামালের চেম্বার থেকে দুপুর পৌনে ২টার দিকে বের হওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করেন কর্মকর্তারা। উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, “ঢ. কামাল হোসেনের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসব শুনে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।”
এর আগে, পুলিশের একটি দল বেলা ১২টার দিকে ড. কামালের চেম্বারের সামনে অবস্থান নেয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া টেলিফোনে ড. কামালের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
Comments