৮ উইকেট নিয়ে দলকে জেতালেন নাঈম
মুমিনুল হক আর ইয়াসির আলি রাব্বির দুই সেঞ্চুরিতেই কাজ অর্ধেক সেরে রেখেছিল পূর্বাঞ্চল। বল হাতে একাই ৮ উইকেট তুলে বাকিটা সেরেছেন নাঈম হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের শেষ রাউন্ডের খেলা তিন দিনেই শেষ হয়েছে। তাতে ৩২১ রানের বিশাল জয় পেয়েছেন পূর্বাঞ্চল। ৪৫৬ রানের পাহাড় টপকাতে গিয়ে তারা থেমেছে ১৩৪ রানে।
বিনা উইকেটে ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরুর পর আগের ইনিংসে ফিফটি পাওয়া ইমরুল কায়েস দ্রুতই ফেরেন। ছন্দে থাকা রনি তালুকদারও বেশিদূর এগুতে পারেননি। এই অবস্থায় ১৭৫ রানের জুটি গড়েন মুমিনুল ও ইয়াসির।
প্রথম ইনিংসে ২০১ রানের লিড পেয়ে এগিয়ে থাকা পূর্বাঞ্চল পেয়ে যায় বড় পূঁজি। অমন বিশাল লক্ষ্য তাড়া দূরে থাক ম্যাচ বাঁচানোর কোন আশাই তৈরি করতে পারেনি মধ্যাঞ্চল।
নাঈম হাসানের স্পিন বিষে নীল হয়ে ৪২ ওভার ২ বলেই তাদের ইনিংস শেষ হয় ১৩৪ রানে।নাঈম মাত্র ৪৭ রান দিয়ে নেন ৮ উইকেট। প্রথম শ্রেণীতে কোন বাংলাদেশি অফ স্পিনারের এটাই সেরা বোলিং ফিগার।
সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ৪২৫
মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ২২৪
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস: (আগের দিন শেষে ২/০) ৪৩ ওভারে ২৫৪/৩ ইনিংস ঘোষণা (রনি ২৪, ইমরুল ৮, মুমিনুল ১০০, ইয়াসির ১০১*, জাকির ১৫*; তাসকিন ১/৩৭, আবু হায়দার ০/৩৫, শাহাদাত ১/১৯, মোশাররফ ১/৮৯, মোসাদ্দেক ০/৭০)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৫৬) ৪২.২ ওভারে ১৩৪ (সাইফ ৩১, পিনাক ০, শান্ত ৩৬, মজিদ ১১, মার্শাল ১৬, মোসাদ্দেক ৭, জাকের ১৩, মোশাররফ ১১, আবু হায়দার ৪, তাসকিন ২*, শাহাদাত ০; তাইজুল ইসলাম ০/৬৪, নাঈম ৮/৪৭, খালেদ ০/১২, আবু জায়েদ ২/৮)
ফল: ৩২১ রানে জয়ী পূর্বাঞ্চল
ম্যান অব দা ম্যাচ: নাঈম হাসান
Comments