ডাবল সেঞ্চুরি হাতছাড়া বিজয়ের

সেঞ্চুরি তুলে রেখেছিলেন আগের দিনই, আশা ছিল ডাবল সেঞ্চুরির। কিন্তু একদম কাছে গিয়েও পারলেন না এনামুল হক বিজয়। বিজয়ক কুপোকাত করে দক্ষিণাঞ্চলের ইনিংসের মূল হন্তারক বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তবে তিনি ছয় উইকেট নিলেও তার দল সুবিধাজনক অবস্থায় নেই।
Anamul Haque
ফাইল ছবি

সেঞ্চুরি তুলে রেখেছিলেন আগের দিনই, আশা ছিল ডাবল সেঞ্চুরির। কিন্তু একদম কাছে গিয়েও পারলেন না এনামুল হক বিজয়। বিজয়ক কুপোকাত করে দক্ষিণাঞ্চলের ইনিংসের মূল হন্তারক বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। তবে তিনি ছয় উইকেট নিলেও তার দল সুবিধাজনক অবস্থায় নেই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯৩ রানের লিড নেওয়া দক্ষিণাঞ্চলের বিপক্ষে  অস্বস্তিতে উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে ৫ উইকেট। শেষ দিনে ইনিংস হার এড়াতেই এখনো ৬২ রান চাই তাদের।

আগের দিনের ৫ উইকেটে ৪০৭ রান নিয়ে নেমেছিল দক্ষিণাঞ্চল। সেঞ্চুরি করে অপরাজিত থাকা বিজয়ই এগিয়ে দিচ্ছিলেন দলকে। তবে ১৮০ রানে গিয়ে সানজামুলের বলে আউট হয়ে ফেরেন ডানহাতি ওপেনার। ৩১৪ বলের ইনিংস বিজয় মেরেছেন ১৬ চার। শেষ দিকে মনির হোসেন ও আব্দুর রাজ্জাকও রান পেলে দলের সংগ্রহ দাঁড়ায় সাড়ে পাঁচশো ছুঁইছুঁই।

উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণের ইনিংসের অর্ধেকের বেশি মুড়েছেন সানজামুল। ১৫৮ রানে ৬ উইকেট নেন তিনি। তবে এমন বোলিং কেবল তার ব্যক্তিগত নৈপুণ্যই হয়ে থাকছে। কারণ বিশাল লিড পাওয়ার পর বল হাতেও তেতে উঠেছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের সম্মিলিত আক্রমণে কোণঠাসা হয়ে দু’শোর আগেই ৫ উইকেট হারিয়ে হার দেখছে উত্তরাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ২৯৩

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: (আগের দিন শেষে ৪০৭/৫) ১২৫.৩ ওভারে ৫৪১ (এনামুল ১৮০, আল আমিন জুনিয়র ১২৮, মনির ৩৩, তুষার ১৪, রাজ্জাক ৩৫*, শফিউল ৭; ইবাদত ২/৮৮, সানজামুল ৬/১৫৮, নাঈম ০/৮০, জিয়া ০/৩৪, সাকলাইন ১/১২৬, আরিফুল ০/৪১)

উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস: ৫৮ ওভারে ১৮৬/৫ (মিজানুর ১১, জুনায়েদ ৭৭, ফরহাদ ৩, নাঈম ৬৭, আরিফুল ৪, জিয়া ১৫*, ধীমান ৩*; শফিউল ১/৩১, মনির ১/২৬, মেহেদি ১/৭১, রাজ্জাক ১/৪৫, নাহিদুল ১/৮)

 

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago