গাজীপুরে আগুনে পুড়ল ১৮০ ঘর
গাজীপুরের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনিতে আগুনে অন্তত ১৮০টি বসতঘর পুড়ে গেছে। আজ (২৭ ডিসেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে।
দমকল বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভোর পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কলোনির একটি টিনশেড ঘরে আগুন লাগে। দ্রুতই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ও সাভার ইপিজেড স্টেশনের চারটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন।
Comments