রাজ্জাকের ঝলকে বিসিএলের শিরোপা দক্ষিণাঞ্চলের

Abdur Razzak in BCL 2018
ফাইল ছবি

আগের দিনই জেতার কাজটা এগিয়ে রেখেছিল দক্ষিণাঞ্চল। শেষ কেবল ইনিংস হার এড়াতে পেরেছে উত্তরাঞ্চল। বাকি আনুষ্ঠানিকতা সহজেই সেরে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে দক্ষিণের জয়ের নায়ক অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল জিতেছে ৯ উইকেটে। এই পর্যন্ত হওয়া বিসিএলের সাত আসরের মধ্যে চারবারই শিরোপা জিতল দলটি।

আগের দিনের ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে নেমে ইনিংস হার এড়াতেই উত্তরাঞ্চলের দরকার ছিল ৬২ রান। জিয়াউর রহমানের অপরাজিত অর্ধশতকে ওই রান তুলে ৩৩ রানের ছোট লক্ষ্য দিয়েছিল উত্তরাঞ্চল। কেবল ওপেনার শাহরিয়ার নাফীসকে হারিয়ে ওই রান তুলে উৎসব করতে করতে মাঠ ছাড়ে দক্ষিণাঞ্চল।

উত্তরাঞ্চলের প্রথম ইনিংস ২৯৩ রানে গুটিয়ে দিতে ৬৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। দ্বিতীয় ইনিংসেও একই মূর্তি তার। এবার ৭৫ রানে নেন ৫ উইকেট। দশমবারের ম্যাচে ১০ উইকেট হয়েছেন ম্যাচ সেরাও।

রাজ্জাকের তোপে ২৮০ রানে গুটিয়ে যাওয়া উত্তরাঞ্চল লক্ষ্য দিয়েছিল মার ৩৩ রানের। ৭ ওভার ১ বলেই ওই রান তুলে ম্যাচ শেষ করে দেন এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ২৯৩

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৫৪১

উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস: (আগের দিন শেষে ১৮৬/৫) ৮২.২ ওভারে ২৮০ (জিয়া ৭৭*, ধীমান ১৩, সানজামুল ২, সাকলাইন ৭, ইবাদত ৯, জহুরুল আহত অনুপস্থিত; শফিউল ১/৪৪, মনির ১/৩৮, মেহেদি ১/৯২, রাজ্জাক ৫/৭৫, নাহিদুল ১/২২)

দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৩) ৭.১ ওভারে ৩৫/১ (এনামুল ২০*, শাহরিয়ার ৭, মাহমুদ ৮*; সানজামুল ০/১০, সাকলাইন ০/১৫, ধীমান ১/১০)

ফল: দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী

বিসিএলে কোন মৌসুমে জিতেছে কারা 

মৌসুম

চ্যাম্পিয়ন

রানার্সআপ

২০১২-২০১৩

মধ্যাঞ্চল

উত্তরাঞ্চল

২০১৩-২০১৪

দক্ষিণাঞ্চল

উত্তরাঞ্চল

২০১৪-২০১৫

দক্ষিণাঞ্চল

পূর্বাঞ্চল

২০১৫-২০১৬

মধ্যাঞ্চল

পূর্বাঞ্চল

২০১৬-২০১৭

উত্তরাঞ্চল

দক্ষিণাঞ্চল

২০১৭-২০১৮

দক্ষিণাঞ্চল

উত্তরাঞ্চল

২০১৮-২০১৯

দক্ষিণাঞ্চল

পূর্বাঞ্চল

Comments

The Daily Star  | English

137 journalists sued so far

They have been charged with murder, attempted murder, unlawful assembly, rioting, abduction, vandalism, extortion, assault, and in certain cases, genocide, and crimes against humanity.

8h ago