৯,২০০ জন আটক, ৮০৬ মামলা: বিএনপি

Ruhul Kabir Rizvi
২৭ ডিসেম্বর ২০১৮, নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিরোধীদল বিএনপি’র ৯,২০০ জনকে আটক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ (২৭ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এছাড়াও, একই সময়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮০৬টি গায়েবি মামলা দায়ের করা হয়েছে।”

তার দাবি, গত ২২ দিনে সারাদেশে ২,৭১৬ হামলার ঘটনায় বিএনপি এবং বিরোধীজোট জাতীয় ঐক্যফ্রন্টের ১২ হাজার ৫৮৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

নির্বাচনী হামলায় অন্তত আটজন বিরোধীদলীয় কর্মী নিহত হয়েছেন বলেও যোগ করেন বিএনপি নেতা।

তার মতে, “বিএনপি এবং জাতীয় ঐক্যজোটকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যে সরকার সবধরনের ক্ষমতা প্রয়োগ করছে।”

Comments

The Daily Star  | English

Israel lifts air raid warnings, says intercepted 'most' Iran missiles

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago