ভোটের দিন জরুরি সেবা দিতে সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারাদেশে কোনো সংঘর্ষ হলে আহতদের যাতে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া যায় সেজন্যে প্রস্তুত রয়েছে সরকারি হাসপাতালগুলো।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পরিপ্রেক্ষিতে যে কোনো জরুরি মোকাবেলা করার জন্যে দেশের সব জেলা-উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ আজ (২৮ ডিসেম্বর) দ্য ডেইলি স্টারকে বলেন, “নির্বাচনের দিনে কোনো সংঘর্ষ হলে আহতদের জরুরি সেবা দেওয়ার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেওয়া হয়েছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে দেশের সব সরকারি হাসপাতালগুলোতে বিশেষ টিম গঠন করা হয়েছে।
Comments