জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডে আসতে আগ্রহী আলেগ্রি

ইংল্যান্ডে তাঁবু গাড়তে চান জুভেন্টাসের প্রধান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। এ খবর নতুন কিছু নয়। গত দেড় বছর ধরে এ কারণে ইংলিশ ভাষা শিখছেন এ ইতালিয়ান। আর তার ইচ্ছা পূরণের পথটা অনেকটাই সহজ হয়েছে। কারণ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়েছেন মূল কোচ হোসে মরিনহো। আর তাই ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন আলেগ্রি। শীর্ষস্থানীয় ইংলিশ মেট্রো এমন সংবাদই প্রকাশ করেছে।

ইংল্যান্ডে তাঁবু গাড়তে চান জুভেন্টাসের প্রধান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। এ খবর নতুন কিছু নয়। গত দেড় বছর ধরে এ কারণে ইংলিশ ভাষা শিখছেন এ ইতালিয়ান। আর তার ইচ্ছা পূরণের পথটা অনেকটাই সহজ হয়েছে। কারণ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হয়েছেন মূল কোচ হোসে মরিনহো। আর তাই ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন আলেগ্রি। শীর্ষস্থানীয় ইংলিশ মেট্রো এমন সংবাদই প্রকাশ করেছে।

গত গ্রীষ্মেই ইংল্যান্ডে আসার আগ্রহ দেখান আলেগ্রি। কোচ আর্সেন ওয়েঙ্গারের অবসরের পর আর্সেনালে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি গানাররা। তাকে না নিয়ে উনাই এমেরিকে কোচ হিসেবে নিয়োগ দেয় দলটি।

তবে ম্যানইউর পছন্দের তালিকায় আছেন আলেগ্রি। কিন্তু সমস্যা তাদের প্রথম পছন্দ তিনি নন। মরিনহোর স্থায়ী উত্তরসূরি হিসেবে টটেনহ্যামের কোচ মাউরিসিও পচেত্তিনোকে চায় ইউনাইটেড। এদিকে তাকে পেতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। তাই এ আর্জেন্টাইন কোচকে পেতে ৩৪ মিলিয়ন পাউন্ড অফার দিয়েছে রেড ডেভিলরা।

তাই ইচ্ছা পূরণে অপেক্ষাটা বাড়ছে আলেগ্রির। শেষ পর্যন্ত যদি পচেত্তিনো রিয়াল মাদ্রিদে যোগ দেন কিংবা টটেনহ্যামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তবেই উদ্দেশ্য সিদ্ধি হতে পারে। এদিকে পচেত্তিনোকে পেতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দলের সাবেক খেলোয়াড় ওলে গানার সুলসারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। 

কোচ হিসেবে অবশ্য দারুণ সফল আলেগ্রি। জুভেন্টাসকে টানা চতুর্থ লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। এছাড়াও ২০১৫ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছিলেন তুরিনদের। টানা সাত মৌসুম ধরে সিরি এ শিরোপা জিতে যাচ্ছে জুভেন্টাস। সর্বশেষ ২০১১ সালে এ শিরোপা জিতেছিল এসি মিলান। আর সে দলটির কোচও ছিলেন আলেগ্রি।

জুভেন্টাসের সঙ্গে আরও ১৮ মাসের চুক্তি রয়েছে আলেগ্রির। তবে এর আগেই নতুন কোন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠেছেন এ ইতালিয়ান। এখন দেখার ইউনাইটেড তার প্রতি কতটা আগ্রহ দেখায়।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

11h ago