মৌলভীবাজারে ‘ধানের শীষ’ প্রার্থীর গাড়ি ভাঙচুর

Car vandalize
২৮ ডিসেম্বর ২০১৮, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান এবং সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এম নাসের রহমানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

গতকাল (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এ হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসের রহমান বলেন, “জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারাসহ জাল ব্যালট পেপার পলিথিনে প্যাকেট করে পৌরসভায় ঢুকাচ্ছিলেন এমন খবর আসে আমার কাছে। বিষয়টি জেনে আমি সেখানে উপস্থিত হই। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান আমাকে এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।”

“পরে আমি সেখান থেকে ফেরার সময় পৌরসভার সামনে আসলে তার গ্রুপের সন্ত্রাসী শিমুলের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা আমার গাড়িতে হামলা চালায়। এসময় আমার ব্যক্তিগত গাড়ি ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।”

Car vandalize
২৮ ডিসেম্বর ২০১৮, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান এবং সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনে পৌর এলাকায় জাল ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তারা আগাম নকল ব্যালট এনে রেখেছে। ব্যাগে করে কী আনা হয়েছে জানতে চাইলে তারা নির্বাচনী পোস্টারের কথা বলেছেন। কিন্তু, আমি দেখতে চাইলে তা দেখাননি। এর মানে বুঝাই যাচ্ছে তারা আসলে কী চাচ্ছে।”

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান বলেন, “পৌরসভায় আমার কার্যালয়ে একটি শালিস ছিলো তা শেষ করে নির্বাচন বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে নাসের সাহেব তার দলবল নিয়ে এসে ব্যালটে সিল দিচ্ছে বলে অভিযোগ করেন। আসল কথা হচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি পরিকল্পিতভাবে এ পরিস্থিতি তৈরি করেছেন। আমার অফিস থেকে ফেরার পথে শুনেছি, তার গাড়িতে হামলা করেছে। কিন্তু কার করেছে এ ব্যাপারে আমাদের কিছু জানা নেই।”

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, “ঘটনা সঠিক। তবে কে বা কারা করেছে তা আমরা দেখিনি। এখনো কেউ অভিযোগ করেননি।”

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago