তারকাদের কে, কোথায় ভোট দেবেন

shakib khan
অভিনেতা শাকিব খান। ছবি: স্টার ফাইল ফটো

আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্য সবার মতো নির্বাচন নিয়ে তারকাদের মাঝে রয়েছে উৎসবের আমেজ। তারকরা নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।

জেনে নিন কোন তারকা কোথায় ভোট দেবেন। সেসব নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের আয়োজন:

শাকিব খান

শাকিব খান ঢাকা-১৭ আসন-এর ভোটার। গুলশানের একটি ভোট কেন্দ্রে সকালে ভোট দিতে যাবেন তিনি। সেকারণে কোন শুটিং রাখেননি। শাকিব খান বলে, “ভোট দিয়ে বাসায় ফিরে দেশের ভোটের খবরাখবর রাখার চেষ্টা করবো। জাতীয় নির্বাচন বলে কথা! কী হয় দেখা যাক!”

এবারের নির্বাচনে সব দল অংশ নেওয়া উৎসবের আমেজ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। তিনি বলেন, “রাজারবাগ এলাকায় ভোট দিবো। ওদিন ভোট দেওয়ার পর কোনো কাজ রাখছি না। ভোট প্রদান শেষে নিজেকে এবং পরিবারকে সময় দেব। যেহেতু ভোটের দিন তাই, ভোট দিয়ে সারাদিন বাসায় থাকবো।”

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী রাজধানীর শাজাহানপুর এলাকার ভোটার। ঢাকা-৯ আসনের এই ভোটার বলেন, “ভোটের দিন অবশ্যই ভোট দেব। সচেতন নাগরিক হিসেবে এটা দায়িত্ব। ভোট হলো উৎসবের মতো। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত। ভোটের পরে রাত জেগে নির্বাচনী ফলাফলের জন্য অপেক্ষা করবো।”

বাপ্পী

বাপ্পী নারায়ণগঞ্জ-৪ আসনের চাষাড়া এলাকার ভোটার। তিনি বলন, “ভোটের দিন কোনো শুটিং রাখিনি। ভোট দিয়ে সারাদিন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখবো। ভোটের দিন সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবের আমেজ থাকুক- এটাই আমার চাওয়া।”

ইমন

ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। তিনি বলেন, “ভোটের দিন একেবারে সকাল সকাল বাসার পাশে কেন্দ্রে গিয়ে ভোট দেব। ভোটরে দিন শুধু নির্বাচনের খোঁজ-খবর নেব। বাসাতেই থাকবো। শান্তিতে সবাই ভোট দিবেন- এটাই আশা করি।”

সাইমন সাদিক

সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। তার ভোট কেন্দ্র হলো শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি বলেন, “সকালেই ভোট দেব। এরপর সারাদিন ভোট কেন্দ্রে বন্ধুদের নিয়ে আড্ডা দেব। আশে-পাশের ভোট কেন্দ্র ঘুরবো।”

জায়েদ খান

জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার। তিনি বলেন, “আজ রাতে পিরোজপুর যাবো। সকালেই ভোট দেব। এরপর ভোট কেন্দ্রে পরিচিত মানুষরা আসবেন তাদের সঙ্গে কথাবার্তা বলবো। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হবে। আশে-পাশের কেন্দ্র ঘুরে ঘুরে দেখবো।”

এছাড়াও, অভিনেতা রিয়াজ এবং ফেরদৌস দুজনেই ভোট দেবেন ঢাকা-১৭ আসনে। মৌসুমী, ওমর সানি ভোট দেবেন ঢাকা-১৮ আসন (উত্তরা হাই স্কুল), আরিফিন শুভ ভোট দিবেন রাজধানীর রমনা এলাকায়। চিত্রনায়িকা মাহিয়া মাহি ভোট দেবেন উত্তরায় এবং পূর্ণিমা ভোট দেবেন নিকুঞ্জ এলাকায়।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

9h ago