শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ সিইসির
রোববারের নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতার ঘটনা ঘটলে তা শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে আজ শনিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিইসি।
তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে কোনো অবহেলা দেখা গেলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তাই দায়িত্ব পালনকারী সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে নির্বাচনের কোনো প্রার্থী যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকাতে বলেন সিইসি।
নির্বাচনী প্রচারণা চলাকালে সহিংসতার ব্যাপারে নির্বাচন কমিশন প্রধান বলেন, প্রচারণার সময় সহিংসতা অনাকাঙ্ক্ষিত ছিল।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়ার সময় তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পোলিং এজেন্টদের হয়রানি করবেন না।
Comments