ভোটার যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন: ড. হোসেন জিল্লুর রহমান
রাত পোহালেই নির্বাচন। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সমান সুযোগ তৈরি হয়েছে সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে যাবেন। তবে গণমাধ্যমে যে চিত্র পাওয়া যাচ্ছে তা অতটা আশাব্যঞ্জক নয়।
দ্য ডেইলি স্টার নির্বাচন সংলাপে আজকের (২৯ ডিসেম্বর) অতিথি অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সব দলের অংশগ্রহণ থাকায় এক ধরনের আশার সঞ্চার হয়েছিল। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হতেই ধাক্কা খেতে হয়েছে। মূলত সরকারি দলের পক্ষ থেকেই হামলার ঘটনা বেশি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, সবাই দেখছে নাশকতা, সন্ত্রাস ঠেকানোর নামে আইনি প্রক্রিয়া ব্যবহার হচ্ছে কিন্তু আসলে এর মাধ্যমে বিরোধী পক্ষকে কোণঠাসা করা হচ্ছে। তার ভাষায়, “বাংলাদেশ নতুন ধরনের একটি অসহায়ত্বের জায়গায় দেখছে।”
“যা ঘটেছে তা সাদা চোখে সবাই দেখেছেন, আলাদা করে বিশ্লেষণের কিছু নেই। এখন যে কথাটা বলার তা হলো, ভোটার যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন। ভোটারকে ভোট দিতে যেতে হবে। ভোট দিতে যাওয়ার এবং ভোটকেন্দ্রের পরিবেশ ভোটের উপযোগী রাখতে হবে।” এই দায়িত্ব নির্বাচন কমিশনের, বলেন ড. হোসেন জিল্লুর।
ড. হোসেন জিল্লুর রহমানের পর্যবেক্ষণ, প্রচারণায় জনসমর্থন আদায়ের চেষ্টার চেয়ে মাঠ দখল করারই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ভোট কেন্দ্র যেন দখল বা কারচুপির ঘটনা যেন না ঘটে।
বিস্তারিত দেখুন ভিডিওতে
Comments