রাজধানীতে ইভিএম বিড়ম্বনা
ঢাকা-১৩ আসনে ইভিএমে ভোট গ্রহণ চলছে। এই আসনের একটি কেন্দ্র গাউছিয়া ইসলামিয়া (ডিগ্রি) ফাজিল মাদ্রাসা। সকাল থেকে এখানে ভোটারদের উপস্থিতি কম। তারপরও, কেন্দ্রের ভেতরে অনেক সময় নেওয়া হচ্ছে।
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ কয়েকজন ভোটারের মন্তব্য- “ইচ্ছা করেই দেরি করা হচ্ছে যাতে আমরা ভোট দিতে না পারি। পরে ভোটারের সংখ্যা বেড়ে গেলে তা কোনোভাবে সামাল দেওয়া যাবে না।”
এই আসনের গাউছিয়া ইসলামিয়া (ডিগ্রি) ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় পাঁচটি বুথের একটিতেও ধানের শীষের কোনো এজেন্ট নেই। সব বুথে নৌকার এজেন্ট রয়েছে। একটি বুথে ‘হাত পাখা’ মার্কার একজন এজেন্ট দেখা যায়।
কেন্দ্রের বাইরে কোথাও ধানের শীষ বা অন্য কারো কোনো লোকজন চোখে পড়েনি। এ বিষয়ে পোলিং কর্মকর্তা ও নৌকার এজেন্টরা জানান যে ধানের শীষের কোনো এজেন্ট এই কেন্দ্রে আসেননি।
ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম দেড় ঘণ্টায় একটি বুথে ২০টি, আরেকটি বুথে ১৬টি ভোট দেওয়া সম্পন্ন হয়েছে বলে জানান নৌকার একজন এজেন্ট। “এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকা আর পোলিং অফিসারের কাছের ভোটার তালিকায় মিল নেই, পুরা উল্টা-পাল্টা”- জানালেন নৌকার অপর এক এজেন্ট।
ইভিএমে আঙ্গুলের ছাপ মিলছে না, এতেও অনেক সময় লাগছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রের ভেতরে বাইরে সর্বত্র তদারকি করছেন। কাউকে কোনো ছবি তুলতে দিচ্ছেন না।
এই আসনের আরও চার-পাঁচটা কেন্দ্র ঘুরে একই রকমের অভিজ্ঞতা পাওয়া গেছে।
Comments