সুষ্ঠু নির্বাচন না হলে বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে: ড. কামাল

dr kamal hossain
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ছবি: স্টার ফাইল ফটো

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

আজ (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।

ড. কামাল বলেন, “বিভিন্ন আসন থেকে খবর আসছে যে আমাদের দলের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।”

“ভোট দিতে না দেওয়াটা স্বাধীনতা থেকে বঞ্চিত করা। সুষ্ঠু নির্বাচন না হলে তা বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে,” যোগ করে এই বর্ষীয়ান রাজনৈতিক নেতা।

ভিকারুন্নিসা স্কুলে তার দলের এজেন্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।

Comments