রাঙ্গামাটিতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
রাঙ্গামাটির কাউখালী উপজেলার একটি ভোটকেন্দ্রে আজ (৩০ ডিসেম্বর) সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির মধ্যে সংঘর্ষে স্থানীয় যুবলীগের এক নেতা নিহত হয়েছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, নিহতের নাম মো. বশির উদ্দিন (৩২)। তিনি ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, “গতরাতেও আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।”
এরপর, আজ সকালে বশির এক সহযোগীর সঙ্গে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর চড়াও হয় বিএনপি’র লোকজন। তারা বশিরকে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যান।
পরে আহত বশিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Comments