শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে: আইজিপি
সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ (৩০ ডিসেম্বর) সকালে রাজধানী ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “ভোটকেন্দ্রগুলোয় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় কানাডা ও নেদারল্যান্ডসের পর্যবেক্ষকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।”
সাংবাদিকদের আইজিপি বলেন, “কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।”
ব্যালটে সিল মারা বিষয়ে ড. কামাল হোসেনের অভিযোগের ব্যাপারে আইজিপির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
Comments