ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থীর বাড়িতে আগুন
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন শ্যামলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ধানের শীষের এই প্রার্থী দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে এই কথা জানিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধি আগুনের ঘটনার সত্যতা পেয়েছেন। বাড়ির সামনে দুটি গাড়িকে ভষ্মীভূত অবস্থায় পাওয়া গেছে। বাড়ির ভেতরে আসবাবপত্র তছনছ করা হয়েছে।
পরিবারের সদস্যরা বলেছেন, খালেদ হোসেন শ্যামল জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। হামলা চালিয়ে আগুন দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
খালেদ হোসেন শ্যামলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউত এলাকায়। তিনি বলেন, সকালে বাড়ির প্রায় ১০০ গজ দূরের কেন্দ্রে নিজের ভোট দিয়ে ফিরে আসার পরই আওয়ামী লীগের লোকজন কেন্দ্রটি দখল করে জাল ভোট দেয়। এই কাজ করে সাড়ে ১১টার দিকে তারা তার বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ঢুকে আসবাবপত্র ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ভাঙচুর করে তারা আগুন ধরিয়ে দেয়। এসময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে স্থানীয় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
Comments