রাজশাহী, দিনাজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ২
আজ (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে রাজশাহী এবং দিনাজপুরে সংঘর্ষে দুইজন নিহত হওয়া খবর পাওয়া গেছে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, রাজশাহী-৩ আসনের মোহনপুরের পাকুড়িয়া হাইস্কুল কেন্দ্রের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মেরাজউদ্দিন (২২)।
রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, “মোহনপুরে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের ওই কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন।”
এছাড়াও, দিনাজপুরে সহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের নাম কিনা মোহাম্মদ (৬৫)। আজ সকালে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়েছিলেন তিনি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।”
Comments