সারাদেশে ১২ প্রার্থীর ভোট বর্জন
এখন পর্যন্ত পাওয়া খবরে সারাদেশে ১২ জন বিরোধী প্রার্থীর ভোট বর্জনের খবর পাওয়া গেছে। আমাদের স্থানীয় সংবাদদাতারা এ খবর জানান।
কুমিল্লা-১১
কুমিল্লা-১১ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন। তার নির্বাচন পরিচালক আব্দুস সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা রাতের বেলা ভোট দিয়ে দেওয়ায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোট বর্জন করেছেন।
ঢাকা-১৭
ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রার্থী আন্দালিব পার্থ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-১
ঢাকা-১ আসনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আজ (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি এই বর্জনের ঘোষণা দেন।
এসময় তিনি নতুন করে নির্বাচনের দাবি জানান।
বাগেরহাট-৪
বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আব্দুল আলীম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি এই ঘোষণা দেন।
ভোট বর্জনের কারণ হিসেবে স্থানীয় সাংবাদিকদের আব্দুল আলীম জানান, কেন্দ্রে তার পক্ষের ভোটার ঢুকতে না দেওয়া এবং আওয়ামী লীগের এজেন্টদের সামনে ভোটারদের জোরপূর্বক ভোট দিতে বাধ্য করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়াও, রাজবাড়ী-১, নীলফামারী-২ ও ৩ এবং খুলনা-১, ৩, ৪, ৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
Comments