ভোটকেন্দ্রে মধ্যাহ্নভোজের বিরতি!
সারাদেশে আজ (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নির্দেশ থাকলেও ঢাকা-৭ আসনের অন্তত চারটি কেন্দ্রে মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। সেসময় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতারা জানান, রহমতুল্লাহ উচ্চবিদ্যালয়, কেএম বশীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর গালর্স স্কুল এবং লালবাগ প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১টার দিকে আধা ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। সেসময় ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ থাকায় ভোটারদের কেন্দ্রের বাইরে রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়।
রহমতুল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা সাব্বির বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি পুলিশ সদস্যদের ‘মধ্যাহ্নভোজের বিরতি’-র কথা জানান এবং সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখেন।
সেই কেন্দ্রের একজন ভোটার রিয়াজউদ্দিন বলেন, “অদ্ভুত একটা দিন! ভোটারদের কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় ১ ঘণ্টা আমরা বাইরে দাঁড়িয়ে আছি।”
সেসময় বিরক্ত হয়ে অনেক ভোটারকে চলে যেতে দেখা যায়।
এছাড়াও, ঢাকা-১৭ আসনে ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয় বলে জানান আমাদের সংবাদদাতা।
Comments