বিরোধীদের প্রতি প্রতিহিংসা নয়: কাদের

বিরোধীদের প্রতি কোনো প্রতিহিংসামূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Obaidul Quader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: স্টার ফাইল ফটো

বিরোধীদের প্রতি কোনো প্রতিহিংসামূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলের নেতা-কর্মীদের প্রতি তিনি আজ (৩১ ডিসেম্বর) এই আহ্বান জানান।

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে।”

ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট।

উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নির্বাচনে ২৮৮টি আসন পেয়ে জয়ী হয়েছে। বিরোধীজোট জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি আসন।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

54m ago