নিখোঁজ ৪ যুবকের সন্ধান দাবি পরিবারের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিখোঁজ হওয়া চার যুবকের সন্ধান দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, সাদা পোশাকের পুলিশ সদস্যরা যুবকদের তুলে নিয়ে যায়।
নিখোঁজ হওয়া যুবকেরা হলেন- এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু খালেদ মোহাম্মদ (২৫), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন (২৬), মানারাত ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রেজাউল খালেক (২৪) এবং ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী সৈয়দ মমিনুল হাসান (২৭)।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে আজ (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের আগের দিন (২৯ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা ওই চার যুবককে তুলে নিয়ে যায়। এর আগে, তারা শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে কেনাকাটা করে ফিরছিলেন।
কোনো ধরনের অপরাধের সঙ্গে এই চার যুবকের সংশ্লিষ্টতা থাকলে তাদের আদালতের সামনে উপস্থাপনের জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছে তাদের পরিবার।
Comments