নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে আজ ফলাফল নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানানো হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, তারা আশা করেছিলেন যে ২২টির বেশি আসন তারা পাবেন। তবে তাদের দল এখন আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির সাংসদরা এবারও বিরোধী দলের আসনে বসবেন নাকি সরকারের সঙ্গে যোগ দেবেন সে ব্যাপারে আগামীকাল বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত এমপিদের সঙ্গে এদিন সকাল ১১টায় যৌথ বৈঠক হবে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছে ২২টি আসন।
Comments