জাতীয় পার্টি সরকারে নাকি বিরোধী দলে সিদ্ধান্ত আগামীকাল
জাতীয় পার্টি সরকারের সঙ্গে থাকবে নাকি সংসদে বিরোধী দলের আসনে বসবে সে ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে দলটি।
জাতীয় পার্টির নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক যৌথ বৈঠক শেষে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ আজ সকালে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
গতকাল জাপা মহাসচিব বলেছিলেন, জাতীয় পার্টি সরকারের সঙ্গে থাকবে নাকি বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত বুধবার বৈঠক করে জানানো হবে। ২২টি আসন পাওয়া নিয়েও দলের ভেতরের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন তিনি।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীরা আগামীকাল শপথ গ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের সংসদ নির্বাচনে ৩৪টি আসন নিয়ে বিরোধী দলে ছিল জাতীয় পার্টি।
Comments