অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে: ওবায়দুল কাদের
নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচন নিয়ে বিরোধের জেরে এক নারীকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে সেই ঘটনায় অপরাধী যারাই হোক, কেউ পার পাবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাসসের খবরে জানানো হয়, আজ বুধবার সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই কথা বলেন।
তিনি বলেন, “এটা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। দোষীরা কেউ পার পাবে না। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে।”
সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নবগঠিত সরকার ঐকমত্যের ভিত্তিতে হবে কি না, সে বিষয়টি আগামী ১০ জানুয়ারির মধ্যে জানা যাবে।
“সংসদের বিরোধী দলে গতবার যারা ছিল তারা তো আছেই। এছাড়া বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে আরও সাতজন আছেন। তাদের ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কি না, তাতো আমাদের জানা নেই। যা হবে ১০ জানুয়ারির মধ্যেই জানা যাবে।”
নির্বাচনে বিএনপির ভরাডুবির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো। জোয়ার সবসময় থাকে না। আওয়ামী লীগের জোয়ার যে সবসময় থাকবে এমনটি ভাবার কারণ নেই। তবে আওয়ামী লীগে জোয়ার থাকবে, না ভাটা থাকবে তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর।
Comments