সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি
আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দলটির পার্লামেন্টারি বৈঠক শেষে দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের এই ঘোষণা দিয়েছেন। বৈঠক শেষে জিএম কাদের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ায় আমরা নতুন সরকারের সঙ্গে যোগ দিতে চাই।
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে ২২ জন সাংসদ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত হয়ে যাবে।
জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে দশম জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকলেও তাদের দলের বেশ কয়েকজন মন্ত্রিসভাতেও ছিলেন। এবার তারা সরকারে যোগ দিলে বিএনপি ও এর জোট জাতীয় ঐক্যফ্রন্ট বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে।
কিন্তু এর মধ্যেই ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত জন সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবে না বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় পার্টি সরকারের অংশ হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এখন ঐক্যফ্রন্ট সংসদে যাবে কি না সেটাই দেখার বিষয়।
Comments