বিদেশিদের সামলানো সহজ মিরাজের জন্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চলতি আসরে রাজশাহী কিংসের নেতৃত্ব দিবেন তিনি। যেখানে রয়েছেন বেশ কিছু সিনিয়র খেলোয়াড়। আছেন বিদেশি খেলোয়াড়ও। তাই আলোচনা তাদের কতটুকু সামলাতে পারবেন এ তরুণ। তবে বিদেশিদের সামলানো সহজ হবে বলেই জানিয়েছেন মিরাজ।
যুক্তিটাও দারুণ দিয়েছেন মিরাজ, 'আসলে এটি আমার জন্য সহজ হয়ে যাবে। আপনারা জানেন যে কোচ আছে, ক্লুজনার। সে অনেক ভালো একজন ক্রিকেটার ছিলো দক্ষিণ আফ্রিকার এবং অনেক ভালো কোচ। আর আমাদের যে সিনিয়র ক্রিকেটার রয়েছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তাঁরা অনেক অভিজ্ঞ। এটি আমার জন্য অনেক সোজা হয়ে যাবে যে তারা আমাকে সাহায্য করবে।’
‘শুধু আমি একাই সিদ্ধান্ত নিবো এমন কিছু না। সকলের সমন্বয়ে সিদ্ধান্ত আসবে। কোচ একটি কথা বলবে, ম্যানেজমেন্ট একটি কথা বলবে, হয়তো আমার একটি সিদ্ধান্ত থাকতে পারে। সবার একটি সিদ্ধান্ত নিয়েই কাজ করা হবে, শুধু আমার সিদ্ধান্ত কিংবা কোচের সিদ্ধান্তে হবে না। সবার সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়া হবে বলে আমার মনে হয়।' – যোগ করে আরও বলেন মিরাজ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম হলেও অধিনায়কত্ব নতুন কিছু নয় মিরাজের জন্য। তার নেতৃত্বেই আইসিসি অনূর্ধ্ব-১৯ দল সর্বোচ্চ পারফর্ম করেছে। এছাড়াও শেষ তিন বছর টানা খেলে চলেছেন রাজশাহীতেই। তাই দলের অবস্থাটাও জানেন। ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের হয়ে সেরা অধিনায়কদের কাছ থেকেই দেখেছেন। তাই কাজ খুব একটা কঠিন বলে মনে করেন না এ অলরাউন্ডার।
‘আমি রাজশাহী কিংসের হয়ে তিন নম্বর আসরে খেলছি। (ড্যারেন) স্যামি যখন ছিলো অধিনায়কত্ব করেছে ওর অধিনায়কত্ব আমি দেখেছি। কিভাবে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করে। বাংলাদেশ দলেও অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, সেখানে অনেক সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলেছি, সাকিব ভাই এবং মাশরাফি ভাই অধিনায়ক ছিলেন এবং আরও সিনিয়র ক্রিকেটার যারা আছে তাদেরকেও দেখেছি। ঐ বিষয়গুলো আমার কাজে লাগবে।’ – নেতৃত্ব নিয়ে এমনটাই বললেন মিরাজ।
Comments